২০২৪-২০২৫ অর্থবছরে বর্ধিত কোটায় বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠীর ভাতা এবং উপবৃত্তির অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদপ্তরের web based management information system (MIS) এর মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
২। ১৫-১০-২০২৪ হতে ১৪-১১-২০২৪ খ্রি. পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে ভাতার
আবেদন গ্রহণ করা হবে।
৩। আবেদনকারীদের অবশ্যই নিজস্ব আইডি কার্ড এবং নিজ নামে নিবন্ধিত সিম দিয়ে নগদ হিসাবধারী হতে হবে।
৪। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধাভোগী হলে এবং বিষয়টি অবহিত হওয়া মাত্রই বর্ণিত ভাতা বাতিল করা হবে।
৫। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ নীতিমালা অনুযায়ী ১ জুলাই/২৪ থেকে ভাতা প্রাপ্য হবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস