Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, বয়স্কভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধীভাতা, বিধবা ও স্বামীপরিত্যক্তা দুস্থ মহিলাভাতা

    প্রদান

পল্লী সমাজসেবা কর্মসূচি (আরএসএস ও আরএমসি ) এর আওতায় ক্ষুদ্র ঋণ প্রদান

দরিদ্র প্রতিবন্ধী ও এসিডদগ্ধ ব্যক্তিদের সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান

এতিম ও দুস্থ শিশুদের প্রতিপালন, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপ-বৃত্তি প্রদান

হাসপাতালে অবস্থানরত দুস্থ রোগীদের সহায়তা প্রদান

৭। আইনের সংস্পর্শে আসা কিশোর-কিশোরী ও ব্যক্তির উন্নয়ন এবং পুনর্বাসন করা

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা ও প্রতিষ্ঠানের নিবন্ধন ও সহায়তা প্রদান

সমাজেরঅনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রসত্ম জনগোষ্ঠীর কল্যাণসাধন, সামাজিকনিরাপত্তাপ্রদান এবং ক্ষমতায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন

 

মিশন

 

ক) ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অধিদফতরের আইসিটি কার্যক্রম গ্রহণ

খ) ২০১৫ সালের মধ্যে দেশের শতকরা ৫০ ভাগ অসহায় ও সমস্যাগ্রসত্ম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা প্রদান;

গ) সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে দেশের শতকরা ৫০ ভাগ দারিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক

ঘ) অবস্থা ও জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র বিমোচন;

ঙ) এতিম, অবহেলিত, দুস্থ ও বিপন্ন শিশুদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

চ) সামাজিক অপরাধপ্রবণ ব্যক্তিদের সংশোধন, উন্নয়ন ও পুনর্বাসন;

ছ) অসহায়, দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান;

জ) প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

ঝ) স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধান প্রদান, তাদের কার্যক্রমে সহায়তা প্রদান ও তত্ত্বাবধান;

ঞ) সামাজিক প্রতিবন্ধী মেয়েদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

ট) সামাজিক অনাচার প্রতিরোধে সহায়তা প্রদান ও উদ্বুদ্ধকরণ;

ঠ) পেশাজীবী সামাজকর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;

ড) এসিডদগ্ধ মহিলাদের সহায়তা ও উন্নয়ন

কর্মসূচী সমূহঃ

 

 ১) পল্লী সমাজসেবা কার্যক্রম (আর এস এস): মূলবিনিয়োগঃ সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী ১ (এক) মাসের মধ্যে প্রকল্প গ্রামে জরীপের (বেসলাইনসার্ভে) মাধ্যমে  ‌‌‍ক; শ্রেনীভূক্ত অর্থাৎ দরিদ্র পরিবার যাদেরমাথাপিছুগড় আয় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এমন ১০-২০ জনের দল গঠনপূর্বকতাদেরপেশাভিত্তিক আয়বর্ধক স্কীম প্রণয়ন করে ফিল্ডসুপারভাইজার উপজেলাসমাজসেবাঅফিসারের নিকট দাখিল করবেন এবং সমাজসেবা অফিসার ৭ (সাত) দিনেরমধ্যেপ্রদত্ত স্কীম যাচাইবাছাই করে উপজেলাপল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নকমিটির (পিআইসি) সভায় উপস্থাপন  ও অনুমোদন গ্রহন প্রভৃতি কার্যক্রমসম্পাদন পূর্বকসংশ্লিষ্ট  গ্রামে গিয়ে ঋণ বিতরণ করবেন এবং কিস্তি অনুযায়ীউক্ত ঋন আদায়েরব্যবস্থাগ্রহকরবেন

 

পূনঃবিনিয়োগঃউপজেলাসমাজসেবা অফিসার বিনিয়োগকৃত ঋনের ৮০% আদায় হলে তিনি ১ (এক)মাসের মধ্যেউল্লিখিত প্রক্রিয়ায় পুরাতন ঋণ গ্রহীতাদের মাঝে অথবা নতুন দলগঠনেরমাধ্যমে পুনঃবিনিয়োগ করবেন এবং এ প্রক্রিয়া চলমান থাকবেবরাদ্দপ্রাপ্তমূল অর্থ ঘূর্ণায়মান তহবিল হিসাবে ব্যবহ্নত হবে

 

খ)সামাজিক নিরাপত্তা  বেষ্টনীমূলক কর্মসূচীঃ

  মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান কার্যক্রমঃমুক্তিযোদ্ধাও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ২৪,০০০ (চব্বিশহাজার) টাকারউর্দ্ধে  নয় এবং জাতীয়ভাবে প্রকাশিত ৪(চার) টিতালিকার কমপক্ষে দুটি তালিকায় অথবা গেজেটে যাদের নাম আছে বাবি.এফ.এফ.সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ রাইফেলস হতে প্রাপ্ত  মুক্তিযোদ্ধাতালিকায়যাদের নাম অন্তর্ভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কর্তৃকমুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা  তাদের ক্ষেত্রে কর্মক্ষম নন বাআংশিককমক্ষম/ ভূমিহীন /কর্মহীন/সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকারপাবেনবরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সবোর্চ্চ ১ (এক) মাসের মধ্যে নতুনভাতাভোগীনির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহনমুক্তিযোদ্ধাসম্মানীভাতাপ্রতি  ছয় মাস পর পর বরাদ্দপ্রদান করা হয়তবেবরাদ্দ পাওয়ার পরএকাধিক মাসের ভাতাএকত্রেকিংবা মাসে মাসেউত্তোলন করতে পারেনভাতাভোগীর নামে  তপসীলভূক্ত ব্যাংকে ১০ (দশ)  টাকায় সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে উক্তমুক্তিযোদ্ধাভাতাভোগীর ব্যাংকহিসাবে ভাতা প্রদান করা হয়

                                                        

বয়স্ক ভাতা প্রদান কার্যক্রমঃবরাদ্দপ্রাপ্তি সাপেক্ষেঅনধিক ১ (এক) মাসের মধ্যে ব্যাপক প্রচারেরমাধ্যেম৬৫ (পয়ষট্টি) বছরের উর্দ্ধে দরিদ্র বয়স্ক/বয়স্কা ব্যক্তিদের নিকটথেকেদরখাস্ত আহ্বায়ন করা হয়প্রাপ্ত আবেদনসমূহ সংশ্লিষ্ট ওয়ার্ডকমিটিসুপারিশসহ উপজেলা সমাজসেবা অফিসারবয়স্ক ভাতা বিতরণ কমিটিবয়স্কভাতাভোগী নিবার্চন করবেন এবং অনুমোদন ক্রমে প্রত্যেক বয়স্কভাতাভোগীর নামে  তপসীলভূক্ত ব্যাংকে ১০ (দশ) টাকা সঞ্চয়ী হিসাব খোলারমাধ্যমে উক্ত বয়স্কভাতাভোগীর ব্যাংক হিসাবে বয়স্ক ভাতা প্রদানকরবেনমৃত্যুজনিতকারনে শূন্য হলে উক্ত বয়স্ক ভাতাভোগীর পরির্বতেদ্রুত প্রতিস্থাপন এর একটাঅপেক্ষামান তালিকা প্রস্তুত করবেনএ সকলপ্রক্রিয়া বরাদ্দ প্রাপ্তিরঅনুদ্র্ধ  ১ (এক) মাসের মধ্যে সম্পন্ন হয়

 

বিধবা  ভাতা কার্যক্রমঃ  বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেন্যুনতম১ (এক) মাসের মধ্যে ব্যাপকপ্রচারেরমাধ্যেম অস্বচ্ছল বিধবা  ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহ্বায়নকরা হয়প্রাপ্ত আবেদনপত্র সমূহ সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি সুপারিশসহ উপজেলাসমাজসেবাঅফিসারউপজেলাবিধবা ভাতা বিতরণ কমিটি বিধবা ভাতাভোগী নিবার্চনকরবেন এবংঅনুমোদন ক্রমে প্রত্যেক বিধবা  ভাতাভোগীর নামে  তপসীলভূক্তব্যাংকে ১০ (দশ)  টাকা সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে উক্ত বিধবা  ভাতাভোগীরব্যাংক হিসাবেবিধবা  ভাতা প্রদান করবেনমৃত্যুজনিতকারনে শুন্য হলে উক্ত প্রক্রিয়ায়মৃত্যূজনিত  বিধবা  ভাতাভোগীর পরির্বতে দ্রুত প্রতিস্থাপন এর একটাঅপেক্ষামান তালিকা প্রস্তুতকরবেনএ সকল প্রক্রিয়া বরাদ্দ প্রাপ্তিরঅনুদ্র্ধ  ১ (এক) মাসের মধ্যেসম্পন্ন হয়

 

প্রতিবন্ধী  ভাতা প্রদান কার্যক্রমঃবরাদ্দপ্রাপ্তিসাপেক্ষেন্যুনতম১ (এক) মাসের মধ্যে ব্যাপক প্রচারের মাধ্যেমপ্রতিবন্ধী  ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহ্বায়ন করা হয়প্রাপ্তআবেদনপত্র সমূহসংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি সুপারিশসহ উপজেলা সমাজসেবা অফিসারউপজেলাপ্রতিবন্ধী  ভাতা বিতরণ কমিটি  প্রতিবন্ধী ভাতাভোগীনিবার্চন করবেনএবংঅনুমোদন ক্রমে প্রত্যেক প্রতিবন্ধী  ভাতাভোগীর নামে  তপসীলভূক্তব্যাংকে ১০(দশ) টাকা সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে উক্ত প্রতিবন্ধী  ভাতাভোগীর ব্যাংকহিসাবে প্রতিবন্ধী  ভাতা প্রদান করবেনমৃত্যুজনিতকারনে শুন্য হলে উক্তপ্রক্রিয়ায়মৃত্যুজনিত প্রতিবন্ধী  ভাতাভোগীর পরির্বতে দ্রুত প্রতিস্থাপনএর একটাঅপেক্ষামান তালিকা প্রস্তুত করবেনএ সকল প্রক্রিয়া বরাদ্দপ্রাপ্তিরঅনুদ্র্ধ  ১ (এক) মাসের মধ্যে সম্পন্ন হয়

 

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান কার্যক্রমঃ   অধ্যয়নরত৫ (পাঁচ) বছর বয়সের ঊর্দ্ধে প্রতিবন্ধী ছাত্র ছাত্রী যাদেরবার্ষিকমাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার)  টাকারনিচেবরাদ্দপ্রাপ্তিসাপেক্ষে সবোর্চ্চ ৩ (তিন) মাসের মধ্যে নতুন  উপবৃত্তিগ্রহনকারীনির্বাচনসহ উপবৃত্তি বিতরণ করা হয়। নিয়মিত শিক্ষার্থীদের শুধুমাত্র শিক্ষাকালীন সময়েএ উপবৃত্তি দেওয়া হয়।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪ (চার) টি স্তরে বিভক্ত করে নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদান করা হয়-

 

           প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেনী): জনপ্রতি মাসিক ৩০০ (তিনশত) টাকা

          মাধ্যমিক স্তর (৬ষ্ঠ-১০ম শ্রেনী): জনপ্রতি মাসিক ৪৫০ (চারশত পঞ্চাশ)  টাকা

          উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেনী):  জনপ্রতি মাসিক ৬০০ (ছয়শত) টাকা

          উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর): জনপ্রতি মাসিক ১০০০ (এক হাজার)  টাকা

 

প্রতিবন্ধীতা সনদপ্রত্র প্রদান কার্যক্রমঃপ্রতিবন্ধী সনদপত্র পেতে নিম্নে বর্ণিত কার্যগুলো সম্পাদন করতে হবে-

         ১) সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়হতে আবেদন ফরম সংগ্রহপূর্বক পূরণ করে প্রয়োজনী কাগজপত্রসহ উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা করতে হবেউপজেলা সমাজসেবা অফিসার প্রতিবন্ধী যাচাইয়ের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের নিকট প্রেরণ করবেন।

খ) সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার প্রতিবন্ধীতা সনাক্তকরণ প্রত্যয়নপত্র প্রদান করবেন।

গ) প্রতিবন্ধিতার প্রত্যয়নপত্র পাওয়ার পর উপজেলা সমাজসেবা অফিসার প্রতিবন্ধিতা সনদপত্র প্রস্তুত করে উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের স্বাক্ষরের নিমিত্তে তার নিকট প্রেরণ করবেন।

ঘ) উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় পরর্বতী  প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিবন্ধী সনদপত্র ইস্যু করবেন।

ঙ)প্রয়োজনীয় কাগজপত্রঃ

i) রক্তের গ্রুপ নির্ণয়ের রিপোট

 ii) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রেরফটোকপি

 ii) ছবি ৩ (তিন) কপি-  ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ও ২ (দুই) কপি ষ্ট্যাম্পসাইজের যা  আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে

  iii) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ

 

 ৫) এ্যাসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের পুর্নবাসন কার্যক্রমঃ নির্ধারিতফরমেযথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর-  ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনেরজন্যআবেদনের এক মাসের মধ্যেউক্ত ঋযাদের ক্ষেত্রেপ্রাপ্য,যাহারা  এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি,যাদের বাৎসরিক আয় ২০,০০০ (বিশহাজার) টাকার নিচেতাদেরকে ,০০০ (পাঁচ হাজার) থেকে ১৫,০০০ (পনেরহাজার)টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়

 

 ৬) হাসপাতাল সমাজসেবা কার্যক্রমঃ  অসহায় ও দরিদ্র রোগী চিহ্নিত হওয়া বা রোগী আবেদন করার পর তাৎক্ষনিকভাবেসংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার (আর.এম.ও) এর সুপারিশক্রমে  চিকিৎসার জন্য ঔষধ ওপথ্য  প্রদান করা হয়   দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র, চশমা, কৃত্রিম অঙ্গ প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ, দরিদ্র ওঅসহায়রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ, হাসপাতালে অবস্থানরত রোগীদের চিত্ত বিনোদনের ব্যবস্থাকরা,চিকিৎসার প্রয়োজনে রোগীকে অন্য হাসপাতাল/চিকিৎসা কেন্দ্রস্থানান্তরেসহায়তা করা, রোগ মুক্তির পর দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনেআর্থিকসহায়তা/যাতায়াত ভাড়া প্রদান এবং পরিবারে পুনৃ:একত্রিকরনে সহায়তাকরা

 

১০) স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সমূহের নিবন্ধণ ও নিয়ন্ত্রন কার্যক্রমঃক) আবেদন প্রাপ্তির পরনামেরছাড়পত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রাপ্তির ৭ (সাত)কর্মদিবসের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করা হয়। খ) জেলা সমাজসেবা কার্যালয় পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে নামের ছাড়পত্র প্রদান করেন। স্বেচছাসেবীসমাজকল্যাণ সংগঠনেরনামকরনের ছাড়পত্র পাওয়ার পর পরিদশণ প্রতিবেদনসহ উপজেলা সমাজসেবা অফিসার রেজিষ্ট্রেশনের জন্য আবেনদনপত্রটি জেলা সমাজসেবা কার্যালয়ে প্রেরণ করেণ। জেলা সমাজসেবা কার্যালয় পরবর্তী  প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট সংগঠন/সংস্থাকে নিবন্ধন প্রদান করেন।